আয়নাঘরের বন্দী: ডিজিএফআইয়ের গোপন বন্দীশালা Netra News


আয়নাঘরের বন্দী: ডিজিএফআইয়ের গোপন বন্দীশালা

বাংলাদেশে বলপূর্বক অন্তর্ধান বা গুমের শিকার ব্যক্তিদের কোথায় আটক রাখা হয়? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই নারকীয় এক গোপন বন্দীশালার সন্ধান পেয়েছে নেত্র নিউজ। ঢাকায় সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের সদরদপ্তরের ঠিক পেছনেই এই বন্দীশালাটির অবস্থান। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এখানে বন্দীদের আটক রেখে নির্যাতন করা হয়। আয়নাঘর নামক এই বন্দীশালার দুই সার্ভাইভারের জবানবন্দী এবং বাংলাদেশের সামরিক বাহিনীর সাথে সম্পৃক্ত হুইসেলব্লোয়ারদের দেওয়া তথ্যের ভিত্তিতে নেত্র নিউজের অনুসন্ধানী প্রতিবেদন।






Post a Comment

Previous Post Next Post